পাসপোর্ট করার জন্য দরকারি কাগজ পত্র

নতুন পাসপোর্ট করার জন্য :-

                                          
1) মা-বাবার রেশন কার্ড, ভোটার কার্ড এবং আধার কার্ড। 

     মৃত্যু হলে শুধুমাত্র DEATH-সার্টিফিকেট লাগবে।



2) যে করিবে তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও জন্ম সার্টিফিকেট
    এবং তার ও তার মা-বাবার ভোটার লিস্টের তালিকা।



3) শিক্ষত হলে EDUCATION সার্টিফিকেট।



4) মোবাইল নম্বর এবং ইমেইল আইডি লাগবে



5) বিবাহিত হলে স্ত্রীর যেকোন একটি পরিচয় পত্র।



6) বাসিন্দা সার্টিফিকেট লাগবে।  



বিঃ দ্রঃ - 01/01/1989 সালের আগে জন্ম হলে জন্ম-সার্টিফিকেট লাগবে না। 

No comments:

Post a Comment